তিনিই আমার রব

22

আহসান খয়ের

ওই যে আকাশ তারার মেলা,
চাঁদের পাশে করছে খেলা।
ঝলমলে এক বৃষ্টি-
যে করেছে সৃষ্টি,
যার হুকুমে সব-
তিনি আমার রব।

ফুল কাননে ভ্রমর উড়ে,
ডানা মেলে যাচ্ছে দূরে।
কোথায় পেল শক্তি?
যার করেছে ভক্তি,
যার হুকুমে সব-
তিনি আমার রব।

বর্ষাকালে বৃষ্টি ধারা,
খোকন সোনা মাতোয়ারা।
রিমঝিমি ওই গানে-
তৃষ্ণা পেল প্রাণে,
যার হুকুমে সব-
তিনি আমার রব।

সোনার ফসল সবুজ মাঠে,
তুলছে কৃষক বেচছে হাটে।
ফুটছে মুখে হাসি-
বাজায় সুখের বাঁশি,
যার করুণায় সব-
তিনি আমার রব।

মানব- দানব, জীব- জানোয়ার,
যিনি যোগান সবার আহার।
দেহে শক্তি পাই-
তুমি আমি ভাই,
যার দয়াতে সব-
তিনিই আমার রব।