কমলগঞ্জে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, দুর্ভোগে যাত্রীরা

7

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা ট্রাক ট্যাংকলরি, কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের কার্যালয় হামলা, ভাঙচুরের প্রতিবাদে ও দায়েরকৃত মামলার আসামি গ্রেফতারের দাবিতে মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ জেলাব্যাপী ৪৮ ঘন্টার কর্মবিরতি কমলগঞ্জ উপজেলায় পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এ কর্মবিরতির কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে চাকুরীজীবী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দুরপাল্লার যানবাহনের পাশাপাশি, সাধারণ যাত্রী পরিবহন চলাচলেও বাধা সৃষ্টি করছেন শ্রমিকরা। এছাড়া সিএনজি, টমটম বিচ্ছিন্নভাবে চলাচল করলে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ১০ টাকা ভাড়া স্থলে ২০ টাকা। ৩০ টাকা ভাড়া স্থলে ৪০ টাকা নেয়া হচ্ছে। যাত্রীরা এসব নিরবে সইতে হচ্ছে।
এতে সারা জেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে রাস্তায় বেশি ভাড়ায় রিক্সা ও কিছু সিএনজি অটোরিক্সা চলতে দেখা যায়।