বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ২১ দিনব্যাপী বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব ২০২০-এর ১৬তম দিনে (১৮ জানুয়ারি) দৃষ্টিনন্দন পরিবেশনার মধ্য দিয়ে ঢাকার নন্দনমঞ্চ মাতিয়েছে সিলেটের শিল্পীরা। সমবেত জাতীয় সংগীতের মধ্য দিয়ে ১৬তম দিনের কর্মসূচি শুরু হয় বিকাল ৪:১৫ মিনিটে। এরপর শিশুশিল্পী হিসেবে সংগীত পরিবেশন করে সিমন সায়ন চৌধুরী ও সুমাইয়া ইসলাম শোভা। উৎসবে উপজেলার শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন ওসমানীনগর উপজেলার সংগীতশিল্পী পংকজ দেব। এরপর মঞ্চে আসেন যন্ত্রসংগীতের দল। যন্ত্রসংগীতের মাধ্যমে পরিবেশিত হয় সিলেটের ঐতিহ্যবাহী লোকগানের সুর ‘সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে। জেলা শিল্পকলা একাডেমি সংগীত দল পরিবেশন করেন শাহ আবদুল করিমের ‘কোন মেস্তরী নাও বানাইলো’ ও রাধারমণ দত্তের ‘জলে যাইও না গো রাই’ গান দুটি; জাতীয় পর্যায়ের তারকাশিল্পীর পরিবেশনায় সিলেটের হয়ে অংশগ্রহণ করেন বিশিষ্ট সংগীতশিল্পী আকরামুল ইসলাম। সবশেষে জেলা শিল্পকলা একাডেমি নৃত্যদল বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও সিলেটের আঞ্চলিক গানের সমন্বয়ে উপস্থাপন করে নৃত্যালেখ্য ‘আবার আসিব ফিরে’। সিলেট জেলার শিল্পীদের মনোমুগ্ধকর ৪৫ মিনিটের পরিবেশনায় বিমোহিত ছিলেন গ্যালারীতে উপস্থিত অসংখ্য দর্শকশ্রোতা। সাংস্কৃতিক দলের অনবদ্য পরিবেশনা শেষে সাংস্কৃতিক উৎসব ও সিলেট জেলা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেটের জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত ও বিশিষ্ট সংগীতশিল্পী আকরামুল ইসলাম। বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণের জন্য জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত-এর নিকট উত্তরীয় ও উৎসব স্মারক তুলে দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব বদরুল আনাম ভূইয়া। বিজ্ঞপ্তি