কাজির বাজার ডেস্ক
লাশের মিছিল আরও ভারি হচ্ছে। লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর শহর ডেরনায় ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা ১৮ হাজার থেকে ২০ হাজার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইতিমধ্যে দেশটিতে মৃতের সংখ্যা পাঁচ হাজার ৩০০ নিশ্চিত করা হয়েছে। সেইসঙ্গে নিখোঁজ রয়েছে অন্তত ১০ হাজার জন। দেশটির পূর্বাঞ্চলীয় প্রশাসনের একজন মন্ত্রী হিশাম চোকিওয়াত বলেছেন, সাগরে ক্রমাগত আছড়ে পড়ছে লাশের পর লাশ। এ ছাড়া রাস্তায় লাশ রাখা হয়েছে-যেন স্বজনরা তাদের চিহ্নিত করতে পারে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার ঘূর্ণিঝড় ড্যানিয়েল আঘাত হানলে দুইটি বাঁধ ফেটে গেলে ডেরনা শহর বন্যার পানিতে তলিয়ে যায়। সুনামির মতো বন্যার পানিতে ভেসে গেছে ডেরনা শহরের এক চতুর্থাংশ।
শহরটি ধীর গতিতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। এতে মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত দিয়ে জাতিসংঘ অভিবাসন সংস্থা বা আইওএমও বলেছে, এখনো অন্তত ১০ হাজার মানুষ নিখোঁজ আছে আর বাস্তুচ্যুত হয়েছে অন্তত ৩০ হাজার মানুষ।
তেল সমৃদ্ধ দেশ লিবিয়া ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর পর থেকেই রাজনৈতিক সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। এর একটি সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃত, যা রাজধানী ত্রিপলি ভিত্তিক। আরেকটি সরকার পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছে।