দারুল মাআরিফের দস্তারবন্দি সফলে সিলেটে প্রাক্তন ছাত্রদের মতবিনিময়

15

জামেয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়া চট্টামের ১ম দস্তারবন্দি মহাসম্মেলন সফলে গতকাল ১৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টায় সিলেট নগরীর সিলকো টাওয়ারে সিলেটের প্রাক্তন ছাত্রদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রাক্তন ছাত্র মাওলানা তাফাযযুল হকের সভাপতিত্বে ও মাওলানা মুখলিসুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় জামেয়া দারুল মাআরিফ চট্টগ্রাম থেকে অংশগ্রহণ করেন জামেয়ার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল আমিন মাদানি, মাওলানা এনামুল হক মাদানি, মাওলানা আফিফ ফুরকান মাদানি ও মাওলানা মাহমুদ মুজিব।
সভায় দস্তারবন্দি সফলে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সম্মেলন বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস দেন সিলেটের ফাযিলবৃন্দ। সভায় গ্রাজুয়েটদের মাঝে রেজিস্ট্রেসন ফরম বিতরণ করা হয়।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা বদরুদ্দীন ইসহাক মাদানি, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা মাশহুদ আহমদ জাহেদ, মাওলানা মুজীবুর রহমান, মাওলানা শরীফ উদ্দীন, মাওলানা মনযূর আহমদ ছালিম, মাওলানা মুহাম্মদ আব্দুল মুক্তাদির, মাওলানা এনামুল হক ফুজায়েল, মাওলানা সালেহ আহমদ রাজু, মাওলানা মুহাম্মদ জাকারিয়া, মাওলানা মুয়াজ্জম হুসাইন জাহিদ, মাওলানা আব্দুল করিম, মাওলানা মুহাম্মদ হাবীবুল্লাহ, মাওলানা রায়হান উদ্দীন, মাওলানা ফরিদুদ্দীন, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা ইবাদ বিন সিদ্দিক, মাওলানা মাসুম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি