স্টাফ রিপোর্টার :
প্রধানমন্ত্রী, প্রয়াত রাষ্ট্রপতি, বর্তমান ও সাবেক মন্ত্রী, সংসদ সদস্যদের নিয়ে কটুক্তি, কুরুচিপূর্ণ ছবি, অশালীন কথাবার্তা, কুরুচিপূর্ণ মন্তব্যসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে মুক্তার আহমদ রাফি (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
গত বুধবার রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই-দেবাশীষ দেব ও এএসআই মো. নোমান মিয়া সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুক্তার আহমদ রাফি নগরীর হিয়াবরন মোল্লাপাড়া ১২৪ নং বাসার মৃত সামছুর রহমানের পুত্র।
পুলিশের প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী, প্রয়াত রাষ্ট্রপতি, বর্তমান ও সাবেক মন্ত্রী, সংসদ সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ ছবি, অশালীন কথাবার্তা, কুরুচিপূর্ণ মন্তব্যসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে মুক্তার আহমদ রাফিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির হেফাজত থেকে অপরাধের ঘটনায় ব্যবহৃত ১টি মোবাইল সেট জব্দ করা হয়। তার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে ডিজিটাল নিরাপত্তা আইনে কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৫ (১৫-০১-২০২০) দায়ের করা হয়েছে। এই মামলার প্রেক্ষিতে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা।