শিক্ষাক্ষেত্রে সরকার নতুন প্রজন্মকে উৎসাহিত করছে —–মাহমুদ-উস-সামাদ এমপি

9

সিলেট-৩ আসনের এমপি, ধর্ম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী বলেছেন, পি.পি.এম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনের মাধ্যমে যে মিলন মেলার আয়োজন করেছে তা প্রশংসার দাবী রাখে। এ ধরনের উদ্যোগ গ্রহণ করলে শিক্ষাক্ষেত্রে বর্তমান প্রজন্ম উৎসাহিত হবে। একটি শিক্ষিত জাতি গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদান রেখে যাচ্ছেন। ফলে দেশের শিক্ষার গুণগত মান বৃদ্ধি পেয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী গতকাল ১১ জানুয়ারি শনিবার বিকেলে ফেঞ্চুগঞ্জ পুরান বাজারস্থ পি.পি.এম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি নুরুল ইসলাম খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহনাজ আহমদ ও মামুন আহমদ নেওয়াজের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন থেকে প্রচারিত বাংলা চ্যানেল এস’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মোঃ বদরুজ্জামান, আমেরিকা প্রবাসী জুনেদ আহমদ চৌধুরী, লন্ডন প্রবাসী সোয়েব আহমদ চৌধুরী, রওশন আরা চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিব উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আতাউর রহমান রুনু, আব্দুর রশীদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক শহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক ডি.এম ফয়সল, পি.পি.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ প্রমুখ। বিজ্ঞপ্তি