সিলেটে শীতকালীন অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন

15
৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন অ্যাথলেটিক্স (ছাত্র/ছাত্রী) প্রতিযোগিতার সিলেট উপ-অঞ্চলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিভাগীয় কমিশনার মো: মোস্তাফিজুর রহমান পিএএ।

৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন অ্যাথ্লেটিক্স (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২০ এর সিলেট উপঅঞ্চলের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় নগরীর মাছিমপুরস্থ আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের আঞ্চলিক উপপরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ। এ সময় তিনি বলেন, মানব জীবনে অত্যাবশকীয় একটি দিক হলো শৃঙ্খলাবোধ। সমাজ, রাষ্ট্র, এমনকি জীবনের প্রতিটি মুহূর্তেই শৃঙ্খলা মেনে চলা গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ, বিশৃঙ্খলা সমাজ ও রাষ্ট্রকে চরম নৈরাজ্যের মধ্যে ঠেলে দেয়। খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ তৈরী করে তাদের একটি সু-শৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত করে তোলে। খেলাধুলা করাতে যেসব শৃঙ্খলাবোধ তৈরী হয় তাতে দলের প্রতি অনুগত থাকতে হয়। নিয়মনীতি মেনে চলতে হয়। দলের অন্যদের সাথে ঐক্য তৈরি হয়। দলের প্রতি অনুগত থাকতে হয়। নিয়মিত অনুশীলন শরীরে একদিকে যেমন শৃঙ্খলাবোধ ফিরিয়ে আনে, অন্যদিকে তেমন শরীরকে শক্তিশালী ও নীরোগ করে তোলে। খেলাধুলার মাধ্যমে দলের প্রধান কিংবা প্রশিক্ষকের কথামত নিয়ম মেনে চলতে হয়, আর এসব করতে গিয়ে মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ জন্ম নেয়। শৃঙ্খলাবোধে উদ্ধুদ্ধ হয়ে মানুষ একটি গোছানো, পরিপাটি জীবন যাপন করে নিজের উন্নতি সাধন করতে পারে।
শিক্ষিকা কোহেলী রানী ও ফৌজিয়া আক্তারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা শিক্ষা অফিসার অনিল কৃষ্ণ মজুমদার, মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার আব্দুল ওদুদ, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার রুহুল উল্লাহ, সিলেট অঞ্চলের সহকারী বিদ্যালয় পরিদর্শক ও বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সম্পাদক হেপী বেগম, সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু পুরকায়স্থ, পাইলট স্কুলের প্রধান শিক্ষক কবির খান, বাহার উদ্দিন, দিপাল সিংহ, মুক্তা তালুকদার প্রমুখ।
খেলা পরিচালনা করেন শিক্ষক ঝলক রঞ্জন দাস, মাসুক মিয়া ও জ্যোস্না বেগম।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করেন অগ্রগামীর শিক্ষার্থীরা। পাইলট স্কুলের শিক্ষার্থীরা মাস্ক প্লেটে বাদ্যসংগীত বাজায়। বিজ্ঞপ্তি