শতভাগ ফলাফল অর্জন করায় ওসমানীনগরে রাকিব-মজনু উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংবর্ধনা

23

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে পশ্চিম পৈলনপুর ইউনিয়েনের ঈশাগ্রাই গ্রামে স্থাপিত ঐতিহ্যবাহী রাকিব মজনু উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রতি বছরের ন্যায় এবারের জেএসসি ও ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জন করেছে। শিক্ষার্থীদের এই সফলতার অগ্রযাত্রাকে আরও উৎসাহিত করতে বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রমজান আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান সালিশ ব্যক্তিত্ব খালেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, পশ্চিম পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন গেদাই, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজি মো: মজনু মিয়া, পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আকলাল আহমদ চৌধুরী, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, ইউপি সদস্য জয়নুল হক ধন মিয়া। বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী সুহিন মিয়া, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদিক রনিক পাল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কাঁলা চান দেবনাথ, ছুরুক মিয়া, বিদ্যালয়ের শিক্ষক আজির উদ্দিন, সাইদুর রহমান,রিপন সূত্র ধর, শামীমা খানম, ঝর্ণা বেগম, লুবনা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম হোসেন।