সরকার জনগণের স্বাস্থ্য সেবায় খুবই আন্তরিক – ভিসি ডা: মোরশেদ আহমদ

14

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: মোরশেদ আহমদ চৌধুরী বলেছেন বর্তমান সরকার জনগণের স্বাস্থ্য সেবায় খুবই আন্তরিক। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা তারই প্রমাণ। এই মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে সিলেটের মেডিকেল শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হলো। পাশাপাশি সিলেটের একমাত্র মহিলা মেডিকেল কলেজ হিসাবে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ প্রসংসার দাবি রাখে। কারণ নারী ডাক্তার তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখছে সিউমেক।
তিনি মঙ্গলবার সিলেট উইমেন্স মেডিকেল কলেজে এমবিবিএস ১৫তম ব্যাচের ওরিয়েন্টশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: ইসমাঈল পাটওয়ারীর সভাপতিত্বে ডা: নাজিয়া চৌধুরী এবং কান্তা দেব এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেসিক ও প্যারামেডিকেল সাইন্স বিভাগের ডিন অধ্যাপক ডা: মো: মঈনুল ইসলাম, হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা: এমএ মতিন, ভাইস চেয়ায়ম্যান মো: ফখরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ডা: ওয়েছ আহমদ চৌধুরী, প্রাক্তন ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বশির আহমদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা: মো: ফেরদৌস হাসান, একাডেমি কো-অডিনেটর অধ্যাপক ডা: তহুর আব্দুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা: মো: ফজলুর রহিম কায়সার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন স্পোর্টস এবং কালচারাল কমিটির সভাপতি ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা: নজরুল ইসলাম ভুইয়া।
আরো বক্তব্য রাখেন ফেইজ কো অডিনেটর অধ্যাপক ডা: মাসুদুল আলম, অধ্যাপক রুবিনা সুলতানা, অধ্যাপক ডা: শফিকুল রহমান প্রমুখ।
অভিভাবকদের পক্ষ বক্তব্য রাখের এ এন হুমায়ুন আহমদ। বিজ্ঞপ্তি