শীতের মৌসুম

54

মোঃ ছিদ্দিকুর রহমান :

শীতের মৌসুম এলে দেশে
এলে পৌষ মাস,
বিন্দু বিন্দু শিশির কণায়
ঝিলিক মারে ঘাস।

শীতের মৌসুম এলে দেশে
এলে মাস পৌষ,
খেজুর রস আর পিঠাপুলি
খেতে লাগে জোস।

শীতের মৌসুম এলে দেশে
সূর্য্যি করে খেলা,
দিন দুপুরে ঘোর আধাঁরে
বয় কুয়াশার মেলা।

শীতের মৌসুম এলে দেশে
লাগে শীত গায়,
শীতের কাপড় পরে সবাই
বাঁচা তবুও দায়।

শীতের মৌসুম এলে দেশে
হাসে শর্ষে ফুল,
শীত মৌসুমের ঋতুর মতো
হয়না ঋতুর তুল।