দিরাই থেকে সংবাদদাতা :
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে “এসো মিলিত হই সম্প্রীতির বন্ধনে” শ্লোগানকে সামনে রেখে দিরাই উপজেলার অনলাইন ভিত্তিক সংগঠন রাজানগর ইউনিয়ন জনকল্যাণ গ্রুপের উদ্যোগে গচিয়া এসএস উচ্চ বিদ্যালয়ে সম্প্রীতি উৎসব ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় রাজনগর কেসিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকেশ চন্দ্র সরকার ও গচিয়া এসএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দোলন রায় তালুকদার সম্প্রীতি উৎসবে উদ্বোধন করেন।সকাল থেকে দুই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে বিভিন্ন খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে গ্রুপের উপদেষ্টা কামরুল হকের সভাপতিত্বে ও একে কুদরত পাশার সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিরাই উপজেলা নির্বাহী অফিসার শফি উল্লাহ বলেন, শিকার সাথে ক্রীড়া সংস্কৃতি অঙ্গা অঙ্গি ভাবে জড়িত। তাই ছাত্র ছাত্রীদের লেখা পড়ার পাশাপাশি শিক্ষা সংস্কৃতি চর্চা করতে হবে। যারা এ আয়োজন করেছেন তাদের তিনি অভিনন্দন জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজনগর কেসিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকেশ চন্দ্র সরকার ও গচিয়া এসএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দোলান রায় তালুকদা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলী আহমদ খান, মতচ্ছিন তালুকদার, নিহার চৌধুরী, আবুল কালা, এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের রাহিমুল ইসলাম, জাহিদুল হক, হানান মিয়া, তোফায়েল আহমদ, কাউসার খান, গোলাম সরওয়ার, তোফাজ্জল ইসলাম, সুফি আলম, সুজিবুর রহসান প্রমুখ।
২০০ মিটার লম্বাদৌড়ে প্রথম স্থান অধিকার করে বিজয় দেবনাথ, ইমরান হোসেন, শেলিবুর রহমান, হান্না বেগম, নাসরিন আক্তার, শান্তা আচার্য্য, দ্বতীয় হয়েছে শামীম মিয়া, মহিনুর মিয়া, আনহার মিয়া, সুমিনা বেগম, লুবনা আক্তার, তানজিনা, তৃতীয় হয়েছে নবী হোসেন, আল আমিন, জুয়েল মিয়া, নীলা বেগম, সোমা আক্তার, সালমা, লম্বা লাফে প্রথম হয়েছে বিজয় দেবনাথ, আল আমিন, আনহার মিয়া, তামান্না বেগম, সুমি বেগম, শান্তা আচার্য্য, দ্বিতীয় হয়েছে, শামীম মিয়া, ইমরান, শেলিবুর, সুমিনা, নাসরিন, বিউটি, তৃতীয় হয়েছে কৌশিক, মহিনুর, জুয়েল, আনিক বুশরা, লুবনা, তানজিনা বেগম। রশ্মিলাপে পথম হয়েছে, নিলুফা, তামান্না, লাকী আক্তার, দ্বিতীয় হয়েছে তানিয়া, নিশাত জাহান, ইভা আক্তার, তৃতীয় হয়েছে, সুইটি আক্তার, রাহিমা আক্তার, সাবিনা ইয়াসমিন।
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে গচিয়া এসএস উচ্চ বিদ্যালয় এবং ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে র্জানগর উচ্চ বিদ্যালয়।