শহীদ মিনারে বলয়গ্রাস সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প

10

স্টাফ রিপোর্টার :
বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখতে সিলেটে আয়োজন করা হয় ‘সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প’। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ ক্যাম্প আয়োজন করে বিজ্ঞান আন্দোলন মঞ্চ। এ সময় সোলার ফিল্টারের মাধ্যমে উৎসুক মানুষকে সূর্যগ্রহণ দেখানো হয়। পাশাপাশি মঞ্চের সংগঠকেরা সূর্যগ্রহণের কারণ ও এর বৈজ্ঞানিক ব্যাখ্যা করেন।
বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠকেরা জানান, ক্যাম্পে প্রায় চার শতাধিক শিক্ষার্থীসহ সাধারণ মানুষ সূর্যগ্রহণ দেখেন। এ সময় ৬০টি সোলার ফিল্টার গ্লাস বিতরণ করা হয়। বছরের শেষ সূর্যগ্রহণ শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার সকালে। সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে গ্রহণ। এটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘রিং অব ফায়ার’। চাঁদ সূর্যের সামনে এসে ধীরে ধীরে ঢেকে ফেলছে সূর্যকে। গ্রহণের সময় সূর্যকে রক্তাক্ত আংটির মতো দেখায়। কেন্দ্রীয় গ্রহণ শুরু হয়েছে সকাল ৯টা ৩৬ মিনিটে। এ সময় থেকে চাঁদ সূর্যের সামনে এসে ধীরে ধীরে ঢেকে ফেলতে শুরু করে।