জীবনকন্ঠ

6

জীবন আহম্মেদ :

ব্যথার দুয়ারে দাঁড়ায়ে কি হাসিতে চায় মন।
দ্বীপ্ত কর্নে জাগিয়াছে মন ক্যামনে কাটাবে হেন শিহরণ।
বুঝিতে বুঝিতে যাইবে বেলা হেলা করিয়া দিবস, প্রভাত ও ফেরিতে ডাকিবে আবার নতুনও সাহস।
গুণিতে গুণিতে কালের প্রহর শেষের পথে হানা, মিশিবে কি রক্তস্রোতে তাহারি হৃদয়খানা।
ভাবিতে ভাবিতে হারিয়াছি তাতে যপে মন ও প্রাণ।
বাকি নাই কিছু দেবার আর সবি অফুরান।
দেবদারুর মতো দাঁড়াইয়াছি আছি অনাদি কাল অতি।
প্রহর শেষ নাহি হয় আর আমি নিরবধী মিরন মেলা রসে।
তাহার মাঝেই হারাইয়াছি আমি রজনী দিবস ও রাতে।