তুহীন বিশ্বাস

15

ভুল পথে :

ভুল পথে ভাবনারা হেঁটে হেঁটে যায়
অসীম সব সসীম হয় অন্তরাত্মায়।
আশারা ঝুলে থাকে হতাশার জালে
কলঙ্কটা নিমিষেই লেখা হয় ভালে।

বিশ্বাস হারিয়েছে অবিশ্বাসের ঝাঁজে
সভ্যতাটাও আজ অসভ্যদের মাঝে।
সমাজ ধ্বংস হয় এলোমেলো কাজে
এসবের জন্যই দেশের বারোটা বাজে।

তুমি আমি আমরা যেন চলি সাবধানে
সুখ-শান্তি ফিরে আসুক সুষ্ঠু সমাধানে।