কাজিরবাজার ডেস্ক :
আওয়ামী লীগের নতুন কমিটির নির্বাচিত সভাপতিমন্ডলীর সদস্যদের প্রথম সভা আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে অনুষ্ঠিত হবে। আর এই সভাতেই পূর্ণাঙ্গ করা হবে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কমিটি। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সভায় সভাপতিমন্ডলীর সদস্যদের যথাসময়ে উপস্থিতি থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
জানা গেছে, বৈঠকে সভাপতিমন্ডলীর সদস্যদের সঙ্গে আলোচনা করে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শূন্য থাকা পদগুলো পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হতে পারে। একই সঙ্গে নতুন করে বাড়ানো উপদেষ্টা পরিষদের শূন্য পদেও মনোনয়ন দেয়ার সম্ভাবনা রয়েছে আজকের বৈঠক থেকে। ফলে বাকি পদগুলোতে কারা আসছেন কেন্দ্রীয় কমিটিতে-এ নিয়ে আগ্রহ সবার। গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে শেখ হাসিনাকে টানা নবম বার সভাপতি এবং ওবায়দুল কাদেরকে দ্বিতীয় বার সাধারণ সম্পাদক করে ৮১ সদস্যের কার্যনির্বাহী সংসদের মধ্যে ৪২ জনের নাম জানিয়ে কার্যনির্বাহী সংসদের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বাকি পদগুলো পরবর্তীতে ঘোষণা করা হবে সম্মেলনে জানিয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। গঠনতন্ত্র অনুসারে সভাপতিমন্ডলীর বৈঠক করে মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটিতে সদস্যপদ দেয়া হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ব্যাপারে জানিয়েছেন, সভাপতিমন্ডলীর সভা ডাকা হয়েছে। সভাপতিমন্ডলীর সদস্যদের সঙ্গে আলাপ-আলোচনার পর আজই পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে বলে আশা করছি।
এদিকে ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির বাকি ৩৯টি পদে কারা আসবেন তা আজ জানা যাবে। শূন্য পদগুলোর দিকেই এখন তাকিয়ে সবাই। চমকবিহীন সম্মেলনে ঘোষিত কমিটি থেকে যারা বাদ পড়েছেন তারা আশায় আছেন হয়ত শেষ মুহূর্তে থেকে যাবেন কেন্দ্রীয় কমিটিতে। অন্যদিকে পদবঞ্চিত সাবেক ছাত্রনেতারাও তাকিয়ে আছেন কেন্দ্রীয় কমিটির দিকে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ঘোষিত ১৭ সভাপতিমন্ডলীর সদস্যদের মধ্যে রয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্ল্যাহ, সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পীযুষ কান্তি ভট্টাচার্য, ড. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব) মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, এডভোকেট আব্দুল মান্নান খান, এডভোকেট আবদুল মতিন খসরু এবং তিন নতুন মুখ শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান। পদাধিকার বলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সভাপতিমন্ডলীর সদস্য।