ষাটের দশকের বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান কবি অধ্যক্ষ কালাম আজাদ বলেছেন জনগণকে প্রভাবিত করার শিল্প সংস্কৃতির প্রসার ঘটাতে হবে। আমাদের ঐতিহ্য ও বিশ্বাসের আলোকে সাহিত্য সংস্কৃতির চর্চা করা প্রয়োজন। তিনি বলেন নষ্ট সংস্কৃতির কবলে আজ আবহমান বাংলার সংস্কৃতি বিলুপ্তির পথে। তাই নিজস্ব মুল্যবোধ ও স্বকীয় জাতি সত্ত্বার আদর্শের আলোকে সাহিত্য সংস্কৃতির প্রতিটি শাখাকে সমৃদ্ধ করতে হবে। তিনি আমাদের ঐতিহ্য ও চলমান সাংস্কৃতিক কর্মকান্ডের উপর গুরুত্ব আরোপ করে বলেন সুস্থ সংস্কৃতির বিকাশে মানুষকে প্রভাবিত ও উৎসাহিত করার শিল্প সাহিত্য ও সংস্কৃতিকে সমাজের সব জায়গায় ছড়িয়ে দিতে হবে।
গত মঙ্গলবার সিলেট সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহ্য ও নৈতিক মননের বিকাশ সাধনের লক্ষ্যে সাহিত্য সাংস্কৃতিক প্রতিনিধি, সংগঠক ও কর্মীদের নিয়ে লীডারশীপ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিষদের সভাপতি ডাঃ মুদাব্বির হোসেন এর সভাপতিত্বে ও সহকারি সেক্রেটারি ইবরাহীম আলী ও আমিনুর রহমানের যৌথ সঞ্চালনায় নগরীর একটি হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশির দশকের খ্যাতিমান কবি ও গবেষক মুকুল চৌধুরী।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের প্রধান উপদেষ্টা হাফিজ আনওয়ার হোসাইন খান, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, শাহাজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাও. সৈয়দ ফয়জুল্লাহ বাহার, সিলেট সংস্কৃতি কেন্দ্রের পরিচালক জাহেদুর রহমান চৌঃ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের নির্বাহী সম্পাদক গোলজার আহমদ হেলাল, সিলেট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ জইন উদ্দিন, সুরমা সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান পারভেজ আহমদ, সাংবাদিক আনোয়ার হোসেন, মাওঃ জয়নুল আবেদীন, সাবেক ইউপি চেয়ারম্যান জালাল আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি