জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে দীর্ঘ ১৪ বছর পর ভাঙাচোরা রাস্তায় মেরামত কাজ শুরু হওয়াতে জনমনে আনন্দের বন্যা বইছে। জগন্নাথপুর এলজিইডির অধীনে ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে পৌর শহরের হবিবপুর গ্রামের ভেতর দিয়ে চলে যাওয়া ২টি রাস্তায় মেরামত কাজ চলছে। ইতোমধ্যে অধিকাংশ শেষ হয়ে গেছে। আগামী সপ্তাহের মধ্যে পুরো কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
জগন্নাথপুর এলজিইডি অফিস জানায়, গত কয়েক সপ্তাহ আগে ৬০ লাখ টাকা ব্যয়ে হবিবপুর গ্রামের মাঝের রাস্তার কাজ শুরু হয়। একই সাথে ৬৬ লাখ টাকা ব্যয়ে হবিবপুর গ্রামের দক্ষিণের রাস্তার কাজ শুরু হয়েছে। বর্তমানে এ ২টি রাস্তার কাজ চলছে।
১৫ ডিসেম্বর সরজমিনে দেখা যায়, রাস্তায় মেরামত কাজ চলছে। এর মধ্যে হবিবপুর দক্ষিণের রাস্তার কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেরিনা কনক্টাশন। ২৩শ মিটার দৈর্ঘ্য ও পৌণে ১ ইঞ্চি উচ্চতার ড্রেস কার্পেটিং কাজ করা হচ্ছে।
এ সময় সাবেক পৌর কাউন্সিলর সুহেল আমিন সহ ভূক্তভোগী জনতাদের মধ্যে অনেকে বলেন, এই ২টি রাস্তার বেহাল দশার কারণে আমরা দীর্ঘ ১৪ বছর ধরে অনেক কষ্ট পেয়েছি। দীর্ঘদিন পর হলেও রাস্তায় কাজ শুরু হওয়ায় আমরা আনন্দিত।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার বলেন, আমার জানামতে এ রাস্তাগুলোতে ভাল কাজ হচ্ছে। এতে ৪ ধরণের পাথর মিশ্রিত করে মসলা দিয়ে কাজ করা হচ্ছে। আমি নিজে কাজের তদারকি করছি।