ভূতের ভয় :
গা ছমছম রাতের বেলা
বড় ভূতের ভয়,
ভূতের আলো দূরের পানে
প্রাণে বেজায় ডর।
দিনের বেলা খুব সাহসী
রাত্রি এলেই ভীতু,
অন্ধকারে গা ঠকঠক
মন হয়না হিতু।
একটু জোরে হাওয়া এলে
চোখ বুজে যে রই
ঘুমের ঘোরে ভূতেরা এসে
বাধায় হইচই।
নদী তীরে শ্বশান ঘাটে
ঐ টিমটিম আলো,
আমাবস্যার রাতে বেজায়
হয় যে আরো কালো।