বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ শাহজাহান আলী বলেছেন, জীবন জীবিকার তাগিদে অসহায় শ্রমিকরা হাড়ভাঙ্গা পরিশ্রম করেন। অতিরিক্ত পরিশ্রমের কারণে অধিকাংশ শ্রমিক বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েন। অথচ পরিশ্রমের জন্য শ্রমিকদের সুস্থ থাকাটা খুবই জরুরী। কিন্তু অর্থাভাবে তারা প্রকৃত চিকিৎসা থেকে ঞ্চিত থাকেন। সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও বিত্তবানদেরকে অসহায় অসুস্থ শ্রমিকদের রোগ নিরাময় ও সুচিকিৎসা নিশ্চিত করতে এগিয়ে আসতে হবে।
তিনি গতকাল নগরীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্র ঘোষিত সেবা পক্ষ হিসেবে সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায় শ্রমিকদের মাঝে ঔষধ বিতরণ কালে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সহকারী সেক্রেটারী উবায়দুল হক শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত ঔষধ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সহ-সভাপতি ফারুকুজ্জামান খান, অর্থ সম্পাদক আক্কাস আলী, অফিস সম্পাদক বদরুজ্জামান ফয়সল ও শ্রমিক নেতা ক্বারী আব্দুল বাছিত মিলন প্রমুখ। বিজ্ঞপ্তি