সিলেটে পিস ফর বিজনেস কমিটির মতবিনিময় সভা

37

গত ১৩ সেপ্টেম্বর বুধবার হোটেল ভ্যালী গার্ডেন এ পিস ফর বিজনেস কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

VLUU L310W L313 M310W / Samsung L310W L313 M310W
VLUU L310W L313 M310W / Samsung L310W L313 M310W

হয়। সভায় সভাপতিত্ব করেন ছাবির আহমেদ, সভাপতি, কনভেনিং কমিটি বিজনেজ ফর পিস।
সভায় কনভেনিং কমিটির উপদেষ্টাদের মধ্যে উপািস্থত ছিলেন- সৈয়দ মিজবাহ উদ্দীন, কাউন্সিলর সিলেট সিটি করপোরেশন, এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, সভাপতি টিআইবি, সিলেট।
পিস ফর বিজনেজ কমিটির মতবিনিময় সভায় রাজনৈতিক ব্যক্তিবর্গের  মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় পর্টি থেকে- সাইফুদ্দিন খালেক, যুগ্ন আহবায়ক, ইফতেখার হোসন শামীম, সিনিয় যুগ্ন আহবায়ক, বিএনপি থেকে- শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক ও আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক, জাসদ থেকে- আলাউদ্দীন আহমেদ মুক্তা, যুগ্ন সম্পাদক, জেলা জাসদ ও চৌধুরী আমিরুল ইসলাম ইয়াহিয়া, সদস্য মহানগর জাসদ, আওয়ামিলীগ থেকে মোহাম্মদ আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামীলীগ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সহ সভাপতি মহানগর আওয়ামিলীগ।
সভায় সিলেটে একটি ব্যবসায় বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ একাত্মতা প্রকাশ করে চলতি মাসে একটি পিস সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়।
এ ছাড়াও পিস ফর বিজনেজ কনভেনিং কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউল হক, হুমায়ুন ইসলাম-কামাল, ড: এম শহিদুল ইলাম, গৌরাংগ পাত্র, নাজনীন হোসেন, মহিলা কাউন্সিলর শাহানারা বেগম,  ইন্দ্রানী সেন ও অন্যান্য স্টেক হোল্ডারগণ।
এদিকে সভার শুরুতে কেএমএকে আদাজ, নির্বাহী পরিচালক এওয়ার্ড সেফার ওয়াল্ড ইউকে এর সহায়তায় বাস্তবায়িত কার্যক্রম ও আগামীতে করণীয় কাজের উপর বিষদ আলোচনা করেন। সভাটি পরিচালনা করেন পিস ফর বিজনেজ কনভেনিং কমিটির সাধারণ সম্পাদক রুনা বেগম এবং মিডিয়া পার্টনার হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ সুজাত আলী, নির্বাহী সম্পাদক দৈনিক কাজিরবাজার। বিজ্ঞপ্তি