এখন থেকে ফুটপাতে প্রতিদিন ৩ বার সিটি কর্পোরেশন অভিযান চালাবে

16

স্টাফ রিপোর্টার :
ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সোমবার সন্ধ্যার পর বুলডোজার নিয়ে নগরীর বন্দরবাজার এলাকায় এ অভিযান চালান তিনি। অভিযানকালে মেয়র আরিফ ফুটপাত দখলদারদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন থেকে প্রতিদিন ৩ বার অভিযান চালানো হবে। যারা ফুটপাত দখল করে নগরবাসীকে দুর্ভোগের মধ্যে ফেলে, তাদেরকে ছাড় দেওয়া হবে না।
এদিকে, অভিযানকালে নগরীর বন্দরবাজার কোর্টপয়েন্ট এলাকায় ফুটপাত দখল করে রাখা বেশ কয়েকটি ভ্যানগাড়ি জব্দ করে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। মেয়রের অভিযান টের পেয়ে ফুটপাত দখল করে রাখা হকাররা কোর্টপয়েন্টস্থ কালেক্টরেট মসজিদে ভ্যানগাড়ি ঢুকিয়ে দেয়। সেখান থেকে ভ্যানগাড়ি বের করে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে সিটি করপোরেশনের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।