মাজার জিয়ারত ও শহীদ মিনারে জেলা যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

14

হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন সিলেট জেলা যুবলীগের নবনির্বাচিত সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক শামীম আহমদ সীমান্তিক।
যুবলীগ নেতৃবৃন্দ মঙ্গলবার (৩০ জুলাই) রাত ৯টায় নেতাকর্মীদের নিয়ে মাজার জিয়ারত করেন। পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় সিলেট জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, সদ্য সমাপ্ত কাউন্সিলের সাধারণ সম্পাদক প্রার্থী ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমূল আলম রুমেন সহ যুবলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে সিলেট জেলা যুবলীগের সম্মেলন গত সোমবার অনুষ্ঠিত হয়ে গেছে। সম্মেলনে জেলা যুবলীগের সভাপতি পদে শামীম আহমেদ (ভিপি শামীম) এবং সাধারণ সম্পাদক পদে শামীম আহমেদ (সীমান্তিক শামীম) বিজয়ী হন। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে বিজয়ী এ ২ শামীম গতকাল মঙ্গলবার জেলা যুবলীগের পরাজিত দুই প্রার্থীর বাসায় ছুটে যান।
মঙ্গলবার বিকেল ৪টায় সভাপতি পদপ্রার্থী সেলিম উদ্দিনের সাদাটিকরস্থ বাসায় যান বিজয়ী সভাপতি প্রার্থী শামীম আহমেদ (ভিপি শামীম)। তিনি সেলিমকে জড়িয়ে ধরেন এবং মিষ্টিমুখ করান। এ সময় জেলা যুবলীগকে শক্তিশালী করতে সেলিমের সহযোগিতা চান শামীম। জবাবে সেলিম বলেন, সিলেটে সংগঠনকে আরো গতিশীল করতে সর্বাত্মকভাবে কাজ করবেন তিনি।
এদিকে, মঙ্গলবার সাড়ে ৫টায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের মেজরটিলাস্থ বাসায় যান এ পদে বিজয়ী শামীম আহমেদ (সীমান্তিক শামীম)। সিলেটে সংগঠনকে আরো শক্তিশালী করতে জাহাঙ্গীরের সহযোগিতা চান শামীম। জবাবে জাহাঙ্গীর বলেন, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর নির্দেশনায় সিলেটে সংগঠনকে চাঙ্গা ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তিনি। বিজ্ঞপ্তি