স্টাফ রিপোর্টার :
সিলেট জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি হিসেবে পুন:নির্বাচিত হয়েছেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মহানগর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জেলা ও মহানগর আওয়ামীলীগের দ্বিতীয় অধিবেশনে শীর্ষ এ চার পদের নির্বাচিতদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে সভাপতি, সাধারণ সম্পাদক প্রার্থীদের নাম আহবান করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এ সময় তিনি বলেন,সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী যারা হবেন তারা প্রত্যেকে একজন করে প্রস্তাবকের নামসহ নিজেদের প্রার্থীতা জমা দিতে। এরপর জেলা ও মহানগর আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এই চার পদে ৩২ জন তাদের প্রার্থীতা জমা দেন। এক পর্যায়ে মঞ্চে ওবায়দুল কাদের ঘোষনা দেন আমরা প্রার্থীদের ২০ মিনিট সময় দিলাম তারা নিজেরা আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে ৩২ জন থেকে ৪ জন হয়ে আসবেন আর যদি না হন তাহলে দলীয় সভা নেত্রী যে সিদ্ধান্ত দেবেন সেটাই হবে। এর কিছুক্ষণ পর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ৩২ প্রার্থী মাদ্রাসা মাঠ সংলগ্ন হোটেল হলি সাইডে রুদ্ধার বৈঠকে বসেন। ২০ মিনিটের অধিক আলাপ আলোচনার পর বিকেল ৪টা ৪৫ মিনিটে নেতৃবৃন্দসহ প্রার্থীরা বেরিয়ে এসে আবারও মঞ্চে উঠেন। এর পর ওবায়দুল কাদের ঘোষনা করেন জেলা ও মহানগর আওয়ামীলীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম। নাম ঘোষনার পরপরই উল্লাসে ফেটে পড়েন নেতাকর্মীরা। নাসির উদ্দিন খানের অনুসারীরা তৎক্ষণিক মিছিল বের করেন আর অধ্যাপক জাকির হোসেন শহীদ মিনারে দলীয় নেতাকর্মীদের সহকারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।