মেঘের রাণী

16

বাপি মণ্ডল

কাঠফাটা রোদ ক্লান্ত দুপুর
গাছের নিচে ধুঁকছে কুকুর।
সূর্য-মামার প্রখর তাপে
শুকিয়ে গেল কত পুকুর !

জলের জন্য ফটিক পাখি
করছে কত ডাকাডাকি ।
জল পিপাসায় কাতর হয়ে
মূর্ছা খেয়ে মুদলো আঁখি।

মেঘের রানি এসব দেখে
ঝুলকালো রং গায়ে মেখে
ঝর ঝর ঝর বৃষ্টি রূপে
জীবন-সুধা গেল রেখে।

ধন্য ধন্য মেঘের রানি
ধন্য তোমার জীবনখানি
তোমার দেওয়া জীবন-সুধা
জীবন রূপে আমরা মানি।