ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের পল্লীতে বিল শুকিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষে প্রায় ৩০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত শামছুল ইসলাম(৩০)কে সিলেট ওসমানী মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলার চরমহল্লা ইউনিয়নের জানিয়ার হাওরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, চরমহল্লা ইউনিয়নের শেওতরচর গ্রামের মৃত আব্দুল মতলিবের পুত্র লিলু মিয়া ও শাহারচর গ্রামের মৃত হারিছ আলীর পুত্র আব্দুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার দুপুরে জানিয়ার হাওরে সেচ দিয়ে পানি শুকিয়ে মাছ শিকারের চেষ্টা করে আব্দুল হক। বিল শুকিয়ে গেলে এ হাওরের বোরো ফসল চাষে পানি সেচে সংকট হবে মনে করে কৃষকদের পক্ষে বাধা দেয় লিলু মিয়া। এ নিয়ে কথা কাটা-কাটির পর শক্তি সঞ্চয় করে বিকেলে উভয় গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আদ ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০ ব্যক্তি আহত হয়। সংঘর্ষে আহত লিলু মিয়া (৪২), জুনাব আলী (৫০), আল আমিন (২২), নজরুল ইসলাম (৪২), আলী এমরান (২২), আব্দুল জলিল (৩০), তাজ উদ্দিন (২৫), ফয়াজ আলী (৩৮), আক্কল আলী (৩৭), মনির উদ্দিন (৩২)সহ অন্যান্য আহতদের স্থানীয় কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানান।