মহান বিজয় দিবস উপলক্ষে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটিড এর উদ্যোগে ইবনে সিনা আন্ত: বিভাগ ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর উদ্বোধন করা হয়।
শনিবার নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং প্রতিযোগিতার উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান ।
হাসপাতালের ম্যানেজার এডমিন মো: তারিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতালের পরিচালক মেডিকেল সার্ভিসেস কর্ণেল ডা: রুকুনুল ইসলাম চৌধুরী (অব.)। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ম্যানেজার মার্কেটিং মোহাম্মদ ওবায়দুল হক, রিকাবী বাজার শাখা ইনচার্জ মোবারক হোসেন, ডেপুটি ম্যানেজার নুরুল হক, মো: মনিরুজ্জামান, আল আমীন, শাহাব উদ্দিন সাজু, আজহার উদ্দিন খান, ইকবাল হোসেন খন্দকার, ইঞ্জিনিয়ার ফয়জুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মামুন সরকার, মোহাম্মদ শাহেদ আলী, মো: শফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, স্বাধীনতার প্রকৃত ফল অর্জন করতে হলে দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্যের প্রয়োজন। তিনি কয়েকটি দেশের উদাহরণ দিয়ে বলেন, তারা আমাদের অনেক পরে স্বাধীন হয়েও অর্থনৈতিক ভাবে অনেক বেশি সমৃদ্ধ। তিনি অংশগ্রহণকারী সকল দলকে শান্তিপূর্ণভাবে খেলায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।
প্রতিযোগিতায় বেশ কয়েকটি দল অংশগ্রহণ করলেও উদ্বোধনী খেলা অফিস জোন বনাম কনসালটেশন এন্ড ইমেজিং এর মধ্যে অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি