কাজিরবাজার ডেস্ক :
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুটি হলে র্যাগিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয় শিক্ষার্থীকে হল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রম থেকেও বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বুয়েট প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক ও বোর্ড অব রেসিডেন্স এ্যান্ড ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব অধ্যাপক মিজানুর রহমান বৃহস্পতিবার বিকেলে সোয়া পাঁচটায় উপাচার্যের কার্যালয়ের সামনে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান।
এছাড়া বিভিন্ন সময়ে র্যাগিংয়ে জড়িত থাকার দায়ে আরও ১৭ শিক্ষার্থীকে হল থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং চারজনকে সতর্ক করা হয়েছে। বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রম এবং হল থেকে আজীবন বহিষ্কার হওয়া নয় শিক্ষার্থী হলেন- সব্যসাচী দাস দিব্য, সৌমিত্র লাহিড়ী, প্লাবণ চৌধুরী, নাহিদ আহমেদ, অর্ণব চৌধুরী, মোঃ ফরহাদ হোসেন, মোঃ মোবাশ্বের হোসেন শান্ত, এএসএম মাহাদী হাসান ও আকিব হাসান রাফিন। র্যাগিং বন্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে বুয়েটের বোর্ড অব রেসিডেন্স এ্যান্ড ডিসিপ্লিন কমিটি এ শাস্তির সিদ্ধান্ত নেয়।