জৈন্তাপুরে বিজিবি’র পৃথক অভিযানে ২০টি চোরাই গরু আটক, প্রবেশের অপেক্ষায় আরো ৫ শতাধিক গরু

5

জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
সীমান্ত উপজেলা জৈন্তাপুর ১৯ বিজিবির লালাখাল ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করে ২০টি চোরাই ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩০০ এর ৩এস, ৪এস ও ৫এস তুমইরের খাল, বাঘছড়া ও জঙ্গীবিল সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় কয়েছে ৫ শতাধিক ভারতীয় অবৈধ গরু।
সরেজমিন ঘুরে এলাকাবাসী সূত্রে জানা যায়, বাংলাদেশের প্রায় ২৫ জন চোরাকারবারী (২৬ নভেম্বর) থেকে জৈন্তাপুর উপজেলার লালখাল সীমান্ত এলাকার ১৩০০ আন্তজার্তীক পিলার এর ৩এস, ৪এস ও ৫এস তুমইর, বাঘছড়া ও জঙ্গীবিল সীমান্ত এলাকা দিয়ে প্রায় ৫ শতাধিক ভারতীয় গরু অবৈধ পথে বাংলাদেশে নিয়ে আশার অপেক্ষা করছে চোরাকারবারীরা। এরই মধ্যে ১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্প (২৬ নভেম্বর) মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে ১৩ ভারতীয় গরু আটক করে। (২৭ নভেম্বর) বুধবার দুপর ২টায় বাঘছড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৭টি ভারতীয় গরু আটক করে। ১৯বিজিবির’র লালখাল ক্যাম্প পৃথক অভিযানে ২০টি গরু আটক করে।
বিশ্বস্ত সূত্র আরও জানায়, বিজিবি’র অভিযানের কারনে চোরাকারবারী দলের সদস্যরা সীমান্তের ওপারে প্রায় ৫ শতাধিক গরু নিয়ে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের অপেক্ষার প্রহর গুণছে। ইতোমধ্যে চোরাকারবারী দলের সিন্ডিকেটরা নানা ভাবে অবৈধ পথে গরু বাংলাদেশে প্রবেশের জোর তৎপরতা চালাচ্ছে। তারা বলে আটক গরুর মধ্যে চেরাকারবারী দলের সদস্য ফখরুলের ১৩টি এবং আহসানের ৭ টি গরু আটক হয়েছে।
লালাখাল ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হযরত ২ দফায় ২০টি গরু আটকের বিষয় নিশ্চিত করে বলেন। লালাখাল বিজিবি চোরাচালান বন্ধে তৎপর ভূমিকা পালন করছে। সীমান্তের ওপারে গরু আছে কিনা আমাদের জানানেই। তবে লালাখাল সীমান্ত এলাকায় বিজিবি সর্তক অবস্থানে রয়েছে।