নাশকতার আশঙ্কা করে ভোটের দিন দুুই কলেজের ছাত্রাবাস বন্ধ চান বাবুল

7

 

স্টাফ রিপোর্টার

সিলেটে ভোটের দিন সহিংসতার আশঙ্কা করে এ দুটি ছাত্রাবাস বন্ধ রাখতে সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন বাবুল। জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। শনিবার এ অভিযোগপত্র জমা দেন তিনি। অভিযোগে বাবুল উল্লেখ করেন- ‘বিশ্বস্থ সূত্র মারফত জানতে পারলাম- ২১ জুন (বুধবার) অনুষ্ঠিতব্য সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের ভোটকেন্দ্রে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং ভোট প্রদানের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করার জন্য আমার প্রতিপক্ষ প্রার্থী কিছু ভাড়াটিয়া গুন্ডা ও সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে সিলেট এম.সি কলেজ ও সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাসে জড়ো করছেন। আমার আশঙ্কা- নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বানচাল করার জন্য প্রতিপক্ষ এ ধরণের সন্ত্রাসী বাহিনী নিয়ে আসছেন। এমতাবস্থায় নির্বাচনের স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ রক্ষার স্বার্থে উল্লেখিত এই দুই ছাত্রাবাস ২০ জুন থেকে ২২ জুন পর্যন্ত বন্ধ রাখা প্রয়োজন।’
অভিযোগের বিষয়ে জানতে সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়ছল কাদেরের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
আঞ্চলিক কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা তারেক আহমদ জানান, এই অভিযোগটি রিটার্নিং কর্মকর্তার টেবিলে। তিনি এই মুহুর্তে অফিসে নেই। সন্ধ্যা ৭টার দিকে আসবেন, আমাদের মিটিং আছে।