অভি দে শিবা
হেমন্তে প্রাণ মাতোয়ারা
হৃদয়-টা আজ আত্মহারা!
নীল আকাশে মেঘের ভেলা
খোকা খুকি করছে খেলা!
খোকা খুকি নাচতে থাকে
ঘুঘু ময়না সদাই ডাকে!
চাষীর মুখে হাসি ফোটে
দোয়েল ডাকে সূর্য ওঠে!
মৃদু বাতাস গায়ে লাগে
শীতের ভয়টা হৃদে জাগে!
পিঠা পুলির আসর বসে
মুখ রাঙাবো খেজুর রসে!
নবান্ন আজ দ্বারে এলো
দুঃখ গ্লানি মুছে গেলো!
নতুন প্রভাত হলো শুরু
মনটা করে উড়ু-উড়ু!