জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরন মাহমুদ নিপু গ্রেফতার

11
র‌্যাবের অভিযানে আটক শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।

স্টাফ রিপোর্টার :
নগরীর বালুচর থেকে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরন মাহমুদ নিপুকে গ্রেফতার করেছে র‌্যাব। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর বালুচর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, নিপুর বিরুদ্ধে ৪টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। হিরণ মাহমুদ নিপুর বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজিসহ নানা অপরাধ কর্মকান্ডের অভিযোগ রয়েছে। বালুচর-টিলাগড় এলাকায় নিজস্ব বাহিনী দিয়ে নিপু এসব অপরাধ করে বেড়ান বলে অভিযোগ।
জানা গেছে, নগরীর বালুচর এলাকার রমিজ উদ্দিন বাবুলের বাসা থেকে হিরন মাহমুদ নিপুকে গ্রেফতার করা হয়েছে। বাবুল টুলটিকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।