মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
প্রতীক বরাদ্দের পর থেকে এপর্যন্ত কুলাউড়া থানায় আমার ৬ শতাধিক নেতাকর্মীকে প্রেফতার করা হয়েছে। কুলাউড়া থানার অতি উৎসাহী কিছু পুলিশ কর্মকর্তা বেপরোয়া হয়ে উঠেছে। এই উৎসাহী পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আমার নির্বাচনী সভামঞ্চ ভাংচুর, আমার সমর্থকদের উপর হামলা ও গণ সংযোগে বাঁধা দেয়। মামলার ক্ষেত্র তৈরী করার জন্য নৌকার সমর্থকদের বিরুদ্ধে মামলা দিয়েছে।
২৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে ঐক্যফ্রন্ট প্রার্থী (ধানের শীষ) সুলতান মোহাম্মদ মনসুর আহমদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসব বিষযে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, জেলা পুলিশ সুপার, দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করে কোন সুফল পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাছ খাঁন, বিশিষ্ট কলামিস্ট ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিব, বিএনপি নেতা এডভোকেট আবেদ রাজা প্রমুখ।