গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাট উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে থানা পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মাদকসহ দুই জনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
ধৃত ব্যক্তিরা কিশোরগঞ্জ জেলার ইটনা থানার শ্রীরামপুর বড়বাড়ি গ্রামের গোলাম রব্বানীর ছেলে আবুবক্কর ছিদ্দিকি ও শহিদুল্লাহ ছেলে আবুল কাশেম।
তারা দীর্ঘদিন থেকে জাফলংয়ের মামার বাজার ও লন্ডনী বাজারে বাড়া বাসায় বসবাস করে আসছিল।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জাফলং চা বাগান এলাকা থেকে গোয়াইনঘাট থানার এসআই মুহিবুর রহমান ও এএসআই রাজিব রায় এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদসহ তাদের আটক করা হয়।
ভারতীয় মদসহ ২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ বলেন গোয়াইনঘাট উপজেলাকে মাদকমুক্ত করতে থানা পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আজও জাফলং থেকে ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়েছে।
ধৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
গোয়াইনঘাট উপজেলাকে মাদক মুক্ত করতে থানা পুলিশের মাদক বিরোধী ধারাবাহীক অভিযান অব্যাহত থাকবে।