এবার লবণ নিয়ে তেলেসমাতি, গুজব ছড়িয়ে ফায়দা লুটার চেষ্টা

11

স্টাফ রিপোর্টার :
পেঁয়াজের সাথে এবার যোগ হয়েছে লবণ। গতকাল গোটা সিলেটজুড়ে লবণ নিয়ে এক তেলেসমাতি কান্ড ঘটেছে। কে বা কারা হঠাৎ করে গুজব ছড়িয়ে দেয় বাজারে লবণ পাওয়া যাচ্ছে না। আর পাওয়া গেলেও বিক্রি হচ্ছে প্রতিকেজি ৭০ থেকে শুরু করে দেড়’শ টাকা পর্যন্ত। মুহূর্তেই এ খবর রটে যায় এক মুখ থেকে আরেক মুখে। মানুষ হুমড়ি খেয়ে পড়েন লবণের বাজারে। দোকানে যে যতটুকু পেয়েছেন লবণ কিনে সংগ্রহে রেখেছেন। পাড়া-মহল্লা দোকানগুলোতে ছিল আরো ভয়াবহ অবস্থা। সন্ধ্যার পর অনেক দোকানেই দেখা যায় লবণের জন্য ক্রেতাদের দীর্ঘ লাইন। খুচরা বাজারের দোকানীরা লবণের জন্য নগরীর প্রধান পাইকারী বাজার কালিঘাটে ভিড় জমান। তবে অনেক পাইকারী লবণ ব্যবসায়ী লবণ থাকার পরও কৌশলে দোকান বন্ধ করে চলে যান। তাদের ধারণা পেঁয়াজের মতো আজ-কালের মধ্যে লবণের দামও প্রতিকেজি ২০০ এর কোটায় ছাড়াতে পারে। যে কারণে অধিক মুনাফা লাভের আশায় তারা প্রচুর লবণ গতকাল বিক্রি না করে গুদামজাত রেখেছেন। গতকাল নগরীর কালিঘাট, বন্দরবাজার, কাজিরবাজার, আম্বরখানা ও রিকাবীবাজারসহ প্রায় প্রতিটি বাজারেই দেখা গেছে লবণের জন্য ক্রেতাদের উপচে পড়া ভিড়। যার এক কেজির প্রয়োজন তিনি ৫ কেজি ও ১০ কেজিও কিনছেন।
বিভিন্ন সূত্রে কথা বলে জানা গেছে, সিলেটের ৪ জেলা শহরে লবণের দাম বৃদ্ধির গুজব ছড়িয়ে এক শ্রেণীর ব্যবসায়ীরা অধিক মুনাফা লুটার চেষ্টা করছেন। তবে গতকাল সোমবার ব্যবসায়ী নেতৃবৃন্দ জানিয়েছেন বাজারে লবণের কোনো সংকট নেই। পর্যাপ্ত লবণ মজুদ আছে। লবণের দাম বাড়ার বিষয়টি গুজব। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এ ধরনের গুজব কেউ ছড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, সিলেট নগরী ও সিলেট বিভাগজুড়ে প্রতি কেজি লবণের দাম ১০০-১২০ টাকা হয়ে গেছে। বেশি মুনাফার লোভে বাজারে লবণ বিক্রি করা বন্ধ করে দিয়েছে এক শ্রেণীর ব্যবসায়ীরা। এতে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। লবণের দাম বেড়ে যাচ্ছে, এমন গুজবে সাধারণ মানুষ লবণ কিনতে ভিড় করছেন নগরীর বাজার, পাড়া-মহল্লাসহ বিভিন্ন হাটবাজারে।
স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তারা বলছেন, সরকার বিরোধী একটি কুচক্রী মহল দেশের উন্নয়ন কর্মকান্ডগুলোকে আড়াল করতে গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিক্ষুব্ধ করতে চাচ্ছে। দেশের শান্তিপূর্ণ পরিস্থিতিকে অশান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এসব মিথ্যা বানোয়াট অপপ্রচারের আশ্রয় নিয়েছে একটি রাজনৈতিক মহল।
এ নিয়ে এক পুলিশ বলছেন, গুজব সৃষ্টিকারীদের ধরতে আমরা মাঠে নেমেছি। বিভিন্ন হাট বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলে তাদেরকে জানিয়ে দিয়েছি, লবণের দাম বাড়েনি, কেউ লবণের দাম নিয়ে কারসাজি যাতে না করেন। এরপরও কোন ব্যবসায়ী গুজবে কান দিয়ে কারসাজি করলে কঠোর হস্তে দমন করা হবে।
মোহাম্মদ আলী আহমদ নামের এক ক্রেতা বলেন, রাতে হঠাৎ বাসা থেকে স্ত্রী ফোন করেছেন। বলেছেন মানুষ বলাবলি করছে লবণের দাম অনেক বেড়েছে। বাসায় ফিরে আসার সময় বেশি করে লবণ কিনতে।
এ রকম কথা জানালেন বাহার উদ্দিন নামের মুঠোফোনের এক ব্যবসায়ী। তিনি বলেন, লবণ নিয়ে সারাদিন হুলস্থুল কাণ্ড হয়েছে। পাড়া-মহল্লার দোকানগুলোতে ৭০ থেকে ১০০ টাকায় বিক্রির খবর পেয়েছি।
সরকারী চাকুরীজীবী এমরান আহমদ জানিয়েছেন, লবণের দাম বাড়ার গুজবে অনেককে বেশি বেশি করে লবণ কিনতে দেখেছি। মানুষের সচেতনতা দরকার।
সিলেটের এক ব্যবসায়ী বলেন, সিলেটে লবণের কোনো সংকট নেই। সকাল থেকে একটি কুচক্রী মহল লবণের দাম বাড়ার কথা প্রচার করছে। এ গুজবে সাধারণ মানুষ লবণ কিনতে হুমড়ি খেয়ে পড়ে। আমরা মানুষকে বুঝানোর চেষ্টা করেছি। সিসিক মেয়র ও প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করেছি। এ ব্যাপারে আজ মঙ্গলবার বিভিন্ন এলাকায় এ সংক্রান্তে ক্রেতা সাধারণকে এইসব গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হবে।