প্রায় রেলপথে দুর্ঘটনায় কবলিত হয়ে অসংখ্য মানুষের পাণ হানি হচ্ছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে সড়ক পথের উন্নয়নের জন্য প্রতি বছর প্রচুর বাজেট থাকলেও দীর্ঘ দিন থেকে সিলেট-আখাউড়া রেল পথের জন্য তেমন কোন বাজেট নেই বললেও চলে। ঝুঁকিপূর্ণ রেলপথের কারণে সিলেট-আখাউড়া রেলপথে ১৩টি রেলসেতু দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ট্রেন চলাচল করছে। সাম্প্রতিক ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দুই ট্রেনের সংঘর্ষের ফলে ১৬ জন মানুষ প্রাণ হারান। বিগত ৮ মাসেই অন্তত ১১টি দুর্ঘটনা ঘটেছে। বক্তারা বলেন, সেতুগুলো সংস্কারের কোনো প্রকল্প না থাকায় এসব ঝুঁকিপূর্ণ রেলসেতুর কোন সংস্কার কাজ হচ্ছে না। এছাড়াও কর্তৃপক্ষের অবহেলার কারণে স্লীপারের পাথর, নাট বল্টু চুরি করা হচ্ছে প্রতিনিয়ত। বক্তারা বলেন, সিলেটে এতো মন্ত্রী-এমপি থাকার পরও এই ঝুঁকিপূর্ণ রেলসেতু সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না। বক্তারা বলেন, বর্তমান জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। বাংলাদেশের এমন কোন জায়গা নেই তিনি উন্নয়ন করেন নি, তাই আমরা এসব ঝুঁকিপূর্ণ রেলসেতু সংস্কারের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি।
১৫ নভেম্বর শুক্রবার বিকেলে মেন্দিবাগস্থ জাগো সিলেট আন্দোলন কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
জাগো সিলেট আন্দোল কেন্দ্রীয় কমিটির সভাপতি আলাউদ্দিন আলোর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দেলোয়ার হোসেন, মো. আক্তারুল ইসলাম, মো. সমরাজ মিয়া, মো. নিয়াজ খান সেকু, মানিক মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি