পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, অর্থনৈতিক উন্নয়নশীলতার পাশাপাশি আমাদের মননশীলতার উন্নয়ন প্রয়োজন। আর তার জন্য প্রয়োজন সাংস্কৃতিক গণজাগরণ। আমাদের সমৃদ্ধ মানুষ হতে হলে, আমাদের চিত্তের উন্নয়ন ঘটাতে হবে, হৃদয়ের উৎকর্ষতা সাধন করতে হবে।
তিনি বলেন, এশিয়ার মধ্যে সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি বাংলাদেশের। গত দশ বছরে বাংলাদেশের দারিদ্র্যসীমা সবচেয়ে কম। যা বর্তমানে ১১.৩০ শতাংশ। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের বাংলাদেশের দুর্বার এগিয়ে চলাকেই প্রমাণ করে।
তিনি গতকাল শুক্রবার কবি নজরুল অডিটোরিয়ামে অনির্বাণ শিল্পী সংগঠন, সিলেট আয়োজিত দুদিন ব্যাপি অনির্বাণ হেমন্ত উৎসব ২০১৯ এর প্রথম দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনির্বাণ সভাপতি নৃপেন্দ্র দাশ এর সভাপতিত্বে ও আবৃত্তি শিল্পী সৈয়দ সাইমূম আনজুম ইভান এর সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সিলেট সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর কেন্দ্রিয় নির্বাহী সদস্য শামসুল আলম সেলিম ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
এর আগে সন্ধ্যে ৬ টায় জাতীয় সঙ্গিত এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের বৃন্দ পরিবেশনা ছাড়াও ছিলো কৃষক সংবর্ধনা। এসময় পাঁচ জন কৃষক এর মাথায়, আবহমান বাংলার ঐতিহ্য ‘মাথাল’ পড়িয়ে দেন প্রধান অতিথি।
আজ শনিবার দ্বিতীয় দিন। সন্ধ্যে ৬ টা থেকে উৎসবে রয়েছে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি