দক্ষিণ সুরমার ধরাধরপুরে দুটি অসহায় পরিবারের সহযোগিতায় পাশে দাঁড়িয়েছে ধরাধরপুর ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউ’কে। গত ২৩ মার্চ শুক্রবার বিকেলে ধরাধরপুরস্থ কামাল উদ্দিন রাসেলের বাড়িতে গ্রামের মরহুম হাবান মিয়া ও মরহুম আবুল মিয়ার কন্যাদ্বয়ের বিয়েতে আনুষ্ঠানিক ভাবে দুই পরিবারের হাতে নগদ ১ লক্ষ ২৮ হাজার ৫শত টাকা তুলে দেওয়া হয়। সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভেকেট লুৎফুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অর্থ বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি বলেন, এলকার প্রবাসীদের নিয়ে গঠিত ধরাধরপুর ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউ’কে গত ৫ বছর ধরে যে কাজ করে যাচ্ছে, তা অত্যান্ত প্রশংসার দাবীদার। তারা ইতিমধ্যে এলাকার অসহায় পরিবারের মাঝে প্রায় ৩৫ লক্ষ টাকার সহযোগিতা করেছেন। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এভাবেই প্রবাসীরা দেশের সহযোগিতা করে আসছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন, জেলা পরিষদের সদস্য যুবলীগ নেতা মতিউর রহমান, ধরাধরপুর সমাজ কল্যাণ সমিতির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আহমদ হোসেন রেজা, দক্ষিণ সুরমা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন রাসেল, আরকুম শাহ মাজার কমিটির সভাপতি হাজী আব্দুস সালাম মর্তু, যুবলীগ নেতা মনোয়ার হোসেন মনু, জামাল উদ্দিন, নিজাম উদ্দিন, কুতুব উদ্দিন, তাজ উদ্দিন ও রুহুল আমীন। বিজ্ঞপ্তি