জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর পৌর শহরের প্রাণকেন্দ্র হাবিবনগর গ্রামের শিক্ষা বঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে এক ঝাঁক শিক্ষানুরাগীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে হাবিবনগর প্রাথমিক বিদ্যালয়।
৮ নভেম্বর শুক্রবার হাবিবনগর বিদ্যালয়ের ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী রেজাউল করিম রিজু, যুগ্ম-সম্পাদক শিক্ষানুরাগী লুৎফুর রহমান, হাবিবনগর বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, হাবিবনগর বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া, ব্যবসায়ী ফয়েজ উল্লাহ, শামসুল ইসলাম রানা, সিরাজ মিয়া, সুরত মিয়া, শমসের মিয়া, রাসেল তালুকদার, সালামত মিয়া, সুজাত খান, সাইফুর মিয়া, আলী হোসেন, আবদুল জব্বার, জুমেন মিয়া, ছালিক আহমদ, মোজাম্মেল আহমদ, মুরাদ আহমদ, রাসেল আহমদ, ইশহাক আহমদ শামীম, আনসার মিয়া সহ এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে-হাবিবনগর গ্রামে বিদ্যালয় হওয়ার খবর ছড়িয়ে পড়লে সর্বস্তরের গ্রামবাসীদের মধ্যে আলাদা আনন্দ বিরাজ করছে। বিদ্যালয়টি চালু হলে অনেক অসহায় পরিবারের বঞ্চিত শিশুরা সহজে লেখাপড়ার সুযোগ পাবে বলে সচেতন মহল মনে করেন।