জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন বলেছেন, জকিগঞ্জ ও কানাইঘাটের মানুষ আমার হৃদয়ের মনিকোটায় চিরদিন থাকবে। আমি এমপি না থাকলেও এই এলাকার মানুষের প্রতি চিরদিন দরদ থাকবে। এলাকার উন্নয়নে কতটুকু ভূমিকা রেখেছি তা আগামীতে জনগণই মূল্যায়ন করবে। সুরমা-কুশিয়ারা নদী ভাঙ্গন ও জকিগঞ্জ-সিলেট সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। রবিবার জকিগঞ্জের বারহাল ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন পরিষদ কর্তৃক তাঁকে দেওয়া এক সংবর্ধনার জবাবে তিনি একথা বলেন। প্রবীণ শিক্ষাবিদ নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও ইউপি সচিব বিধান বিশ্বাসের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বারহাল ইউপির চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সাংবাদিক এখলাছুর রহমান, মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, সমাজসেবী বাবরুল হোসেন তাপাদার, ফয়জুল হক চৌধুরী, লোকমান আহমদ চৌধুরী, মুক্তাউর রহমান চৌধুরী চুনু মিয়া, ব্যবসায়ী আকবর হোসেন ও মিফতাউল আলম প্রমুখ। এর পূর্বে প্রধান অতিথি বাটইশাইল ও কোনাগ্রাম রাস্তা দুটির উদ্বোধন করেন।