কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরের ১১০০তম আসর উদযাপন ও তরুণ সাহিত্য পদক প্রদান উপলক্ষে কেমুসাস সাহিত্য আসরে অংশগ্রহণকারী অনূর্ধ্ব ৩০ বছর বয়সী লেখকদের নিকট থেকে নির্ধারিত বিষয়ে স্বরচিত লেখা আহবান করা যাচ্ছে। প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীরা কবিতা, ছড়া, গল্প, প্রবন্ধ ও গান রচনা এই পাঁচটি বিষয়ে একজন প্রতিযোগী কেবলমাত্র একটি বিষয়ে লেখা জমা দিতে পারবেন। কবিতা, ছড়া, ও গানে মোট ১০টি করে এবং গল্প ও প্রবন্ধে মোট ৫টি করে লেখা জমা দিতে পারবেন। লেখার নীচে লেখকের নাম দেয়া যাবেনা। নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার আলাদা কাগজে জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন/শিক্ষাগত যোগ্যতার সনদসহ (জন্ম তারিখ সংযুক্ত) ২৩ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা হতে রাত ৯টা পর্যন্ত দরগা গেইটস্থ সংসদ কার্যালয়ে জমা দেয়া যাবে। অতীতে কেমুসাস তরুণ সাহিত্য পুরস্কার প্রাপ্তরা আবেদন করতে পারবেন না। তরুণ সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যক্ষ কবি কালাম আজাদের সভাপতিত্বে এবং সাহিত্য ও গবেষণা সম্পাদক মাহবুব ফেরদৌসের পরিচালনায় গতকাল (৫.১২.২১ইং) অনুষ্ঠিত উপকমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাহিত্য সম্পাদক সেলিম আউয়াল, সৈয়দ মবনু, নাজমুল আনসারী, আব্দুস সাদেক লিপন এবং সংসদের সহসভাপতি দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কার্যকরী কমিটির সদস্য সৈয়দ মোহাম্মদ তাহের। বিজ্ঞপ্তি