গণপূর্ত অধিদপ্তরের ১১ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা

12

কাজিরবাজার ডেস্ক :
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে গণপূর্ত অধিদপ্তরের ১১ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার এসবি পুলিশের ইমিগ্রেশন সুপারের কাছে চিঠি পাঠিয়ে তাদের দেশত্যাগ ঠেকাতে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শওকত উল্লাহ, স্বপন চাকমা, আব্দুল কাদের চৌধুরী, আফসার উদ্দিন, মোহাম্মদ ফজলুল হক ও মো. ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মোমেন চৌধুরী ও রোকন উদ্দিন, সিনিয়র সহকারী প্রকৌশলী মুমিতুর রহমান এবং কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম।
দুদুক সূত্র জানায়, গণপূর্ত অধিদপ্তরের ১২ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান চলছে। এ পরিপ্রেক্ষিতে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি পাঠিয়েছে কমিশনটি।