জামালগঞ্জে ৪১তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলা সমাপ্ত

19

নিজাম নূর জামালগঞ্জ থেকে :
জামালগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্তরে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪১তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৪১ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৯ উপলক্ষে তিনদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা আজ শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠানে, কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ৩.৩০ টায় উপজেলা পরিষদ চত্বরের মঞ্চে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ আল আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীনা রানী তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা), এ সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ সাইফুল আলম, অফিসার ইনচার্জ, জামালগঞ্জ থানা, মোঃ মাহবুবুল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার। আরও উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার আব্দুল মুকিত, উপ-সহকারি প্রকৌশলী, (জনস্বাস্থ্য) রামকুম সাহা, বিধান চক্রবর্তী, প্রধান শিক্ষক, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, মেলায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, ছাত্র/ছাত্রী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। এবারে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার প্রায় ১১ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।