মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কর্মী সভা ॥ অনুপ্রবেশকারীরা আওয়ামী লীগের কোনো পদে থাকতে পারবে না

15

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন অনুপ্রবেশকারীরা আগামীতে আওয়ামী লীগের কোনো পদে থাকতে পারবে না। যারা অনুপ্রবেশকারী তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব আমাদের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ও মুক্তিযোদ্ধা যুব কমান্ডের। তাই আমি মুক্তিযোদ্ধো হিসেবে যুব কমান্ডের সকল সদস্যবৃন্দকে নির্দেশ দিচ্ছি তোমরা যারা অনুপ্রবেশকারী আছে তাদেরকে খুঁজে বের করুন এবং আগামীতে তারা ইউনিয়ন থেকে শুরু করে আওয়ামী লীগের কোনো পর্যায়েই নেতৃত্বে আসতে না পারে। তিনি গত ২৫ অক্টোবর রাতে নগরীর কুমারগাঁওস্থ যুবলীগের অস্থায়ী কার্যলয়ে সিলেট সদর উপজেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা যুব কমান্ড এর উদ্যোগে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সদর উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহবায়ক সায়েস্তা তালুকদারের সভাপতিত্বে সদস্য সচিব মাজিদুল ইসলাম সুমনের পরিচালনা প্রধান বক্তা হিসাবে উপস্থিত বক্তব্য রাখছেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সিলেট জেলার যুব সংগঠক মোঃ আবু তাহের, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা যুবকমান্ডের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক সিলেট জেলা নেতা মনোজ কপালী মিন্টু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সিলেট জেলার আহবায়ক মোঃ জিল্লুর রহমান জিল্লু, জালালাবাদ থানা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ উস্তার আলী উস্তার, জালালাবাদ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনহর আলী বঙ্গবাসী, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মোঃ নাজিম উদ্দিন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের যুগ্ম আহবায়ক আলী আহসান রুবেল, পাপলু আহমদ, তারেক আহমদ, রকিব আহমদ, আরোও উপস্থিত ছিলেন, জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধার যুব কমান্ডারের সদস্য মোঃ কালাম খান, মোঃ জুবেল, মোঃ মাছুম মিয়া, মোঃ মাহসুদ, জিলুর, আবু খালেদ, হাছান আহমদ, হিমেল আহমেদ, ফয়সল আহমদ, মোঃ আব্দুল কালাম, মাহফুজুর রহমান, সাহেদ আহমদ, কামরুল, সুলতান, সালাম আহমদ, সুলতান রাজু, সালমান আহমদ, মিজান আহমদ, খলিল আহমদ, জামিন আহমদ, হাসান, ফয়সাল, মানিক, আব্দুল জব্বার, জুবায়ের আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি