জিল্লুর রহমান পাটোয়ারী
ভূতের আঁচড় লাগছে এবার,
কেষ্ট কাকার গায়ে –
ফেলফেলিয়ে হাসেন কাকা,
নাচেন চৈত্রি বায়ে।
একা একা হাসেন কাকা,
রাস্তা চলার পথে –
লোক সকলে পাছ নিলেন তার,
চলছে তাহার সাথে।
মাঝে মাঝে দৌড়ে কাকা,
বসেন পথের মাঝে –
ফেলফেলিয়ে হাসেন কাকা,
থাকেন ভূতের সাজে।
ভূতের আঁচড় ভূতের ভরে,
কাঁপছে কাকা জ্বরে –
নামছে না ভূত শরীর থেকে,
কাকা বেহুশ পড়ে।