তাহিরপুরে প্রধান তথ্য কমিশনারের মত বিনিময় সভা

10

বাবরুল হাসান বাবলু তাহিরপুর থেকে :
তথ্য অধিকার আইন মূলত সাধারণ জনগণের আইন, এ আইনে সাধারণ জনগণই সবচেয়ে উপকৃত হবে তবে সে ক্ষেত্রে আপনাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মুখপাত্র হিসেবে কাজ করতে হবে। শনিবার বিকেলে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে তাহিরপুর উপজেলা প্রশাসন আয়োজিত এক জন অবহিতকরণ সভায় প্রধান তথ্য কমিশিনার মরতুজা আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থি থেকে উপরোক্ত কথাগুলো বলেন। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন তথ্য কমিশনের সহকারী পরিচালক শাহাদৎ হোসাইন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলির সদস্য আলহাজ¦ আব্দুস ছোবহান আখঞ্জি, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি অনুপম রায়, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন প্রমুখ।