সিলেটে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনে শতবর্ষ উদযাপনে গঠিত সিলেটে রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণোৎসব পর্ষদের নির্বাহী কমিটির জরুরী সভা ২৫ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নগরভবন সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
পর্ষদের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মো. আরশ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক জ্যোতির্ময় সিংহ মজুমদার, সদস্য সচিব ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, নির্বাহী পর্ষদের অন্যতম সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, পর্ষদের অন্যতম সদস্য সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, পর্ষদের অন্যতম সদস্য সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, পর্ষদের সদস্য জগলুল পাশা, সাংবাদিক আজিজ আহমদ সেলিম, এ. কে. শেরাম, রানা কুমার সিংহ, সাংবাদিক তাপস দাস পুরকায়স্থ, সাংবাদিক আল আজাদ, সাংবাদিক ইকরামুল কবির, মিশফাক আহমদ মিশু, সামসুল আলম সেলিম, নিরঞ্জ দে যাদু, রজত কান্তি গুপ্ত, ডা. পুলিন কুমার সিংহ, ফটো সাংবাদিক মামুন হাসান, মকসুদ আহমদ প্রমুখ।
সভায় বলা হয় সিলেট বাংলাদেশের পুণ্যভূমি শতবর্ষ পূর্বে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন একটি ঐতিহাসিক মুহূর্ত। তারা বলেন শতবর্ষ পরে স্মরণোৎসব এর আয়োজন হবে স্মরণকালের সর্ববৃহৎ আয়োজন। এই আয়োজনকে আরো একটি ঐতিহাসিক মুহূর্ত করে তুলতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমন রবীন্দ্র অনুরাগী সকল মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে বক্তারা উল্লেখ করেন। বিজ্ঞপ্তি