আবদুল লতিফ

5

ঈদের ছুটি :

ঈদের ছুটি হলো শুরু
ছুটছে সবাই বাড়ি
ছুটছে সবাই দলে দলে
চড়ে জাহাজ গাড়ি।

বাড়ির টানে নাড়ীর টানে
সয়ে সকল বিড়ম্বনা
নারী পুরুষ ছুটছে সবাই
কোনরকম বিলম্ব না।

স্টেশনে ভীরের চাপে
দম ঠেকে যায়
কোন্ গাড়িতে কে উঠবে
তা বুঝা দায়।

সকল বাধা দূরে ঠেলে
যাবে যখন বাড়ি
বাড়ির সকল প্রিয়জনের
ভাঙবে তখন আড়ি।