স্টাফ রিপোর্টার :
সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর উদ্বোধনী খেলা গতকাল শুক্রবার বেলা আড়াই টায় আবুল মাল আব্দুল মুহিত ক্রিড়া কমপ্লেক্্েরর মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সোহেল রেজা পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। তিনি বলেন, খেলার মাধ্যমে শরীর গঠন সহ শৃঙ্খলা বৃদ্ধি পায়।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, অতিঃ উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) বিভুতি ভূষন ব্যানার্জী, অতিঃ উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা, অতিঃ উপ-পুলিশ কমিশনার (উত্তর-প্রশাসন) মোঃ এহসান চৌধুরী, অতিঃ উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ রফিকুল ইসলাম, এসি (ফোর্স) সহ বিভিন্ন থানার সহকারী পুলিশ কমিশনার ও অফিসার ইনচার্জগণ। উদ্বোধনী খেলায় কোতোয়ালী মডেল থানা কমিউনিটি পুলিশিং টিম বনাম জলালাবাদ থানা কমিউনিটি পুলিশিং টিম পরস্পর মুখোমুখি হয়ে জালালাবাদ থানা কমিউনিটি পুলিশিং টিম ১-০ গোলে জয়লাভ করে। জালালাবাদের হয়ে একমাত্র গোলটি করেন মহিউদ্দিন রাসেল।
অপরদিকে একই মাঠে বিকেল দক্ষিণ সুরমা থানা কমিউনিটি পুলিশিং টিম বনাম মোগলাবাজার থানা কমিউনিটি পুলিশিং টিম এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় কোন পক্ষই গোল আদায় করতে না পারায় খেলাটি গোল শুন্য ড্র হয়।
উল্লেখ্য, কাল রবিবার একই মাঠে বিকেল আড়াই টায় এয়ারপোর্ট থানা কমিউনিটি পুলিশিং টিম বনাম কোতোয়ালী মডেল থানা কমিউনিটি পুলিশিং টিম ও বিকেল ৪টায় শাহপরান থানা কমিউনিটি পুলিশিং টিম বনাম মোগলাবাজার থানা কমিউনিটি পুলিশিং টিম এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।