জাহিদ হাসান
পূর্ব গগনে উঠিল রবি,
আঁকিতে হেমন্তের ছবি।
হেমন্তের এই আগমনে,
কবিতা লিখছে শত কবি।
সূর্যের প্রখর কিরণ,
হেমন্তের এই আগমনে,
প্রকৃতির মাঝে তার বিচরণ-
আজ হয়ে গেছে বারণ।
আমন ধানের হলো আগমন,
বাড়ি-বাড়ি পড়লো নবান্নের ধুম।
হৃদয়ের সব ভালোবাসায়,
সবাই হেমন্ত করিল বরণ।